মেহেরপুরের গাংনীতে হেরোইন ও ইয়াবাসহ রনি হোসেন (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলের দিকে কাজিপুর ব্রীজ বাজারে থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। রনি হোসেন কাজিপুর খন্দকারপাড়ার মৃত দুলাল হোসেনের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, কাজিপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হান এর নেতৃত্বে এএসআই শরিফ আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ রনি নামের এক যুবককে আটক করেন।
(Visited 4 times, 1 visits today)
Total Page Visits: 447 - Today Page Visits: 1