মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ( ডিবি ) সাইফুল আলম।
মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা রামদেবপুর গ্রামের মালিপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। ঐ গ্রামের মিন্নাত আলীর ভুট্টো ক্ষেত হইতে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। জড়িতদের সন্ধানে তদন্ত অব্যাহত আছে ডিবি পুলিশ।
এসময় মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের
এস আই সুলতান মাহমুদ, এএসআই মাহাতাব উদ্দিন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এবিষয়ে কাউকে আটক করতে পারেনি ডিবি পুলিশ।
গাংনীতে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
(Visited 6 times, 1 visits today)
Total Page Visits: 891 - Today Page Visits: 1