মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদক অভিযানে মথুরা দাস(৩৮) নামের এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ আটক করেছে । রবিবার সকালে মথুরাকে তার নিজ বাড়ি ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রাম থেকে আটক করা হয়। মথুরার পিতার নাম স্বর্গীয় কানাই দাস। তাকে গাংনী থানায় মামলাসহ সোপর্দ করা হলে পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করে।
গাংনী থানার ডিউটি অফিসার সুধাংশু হালদার জানান, মথুরা দাস নিয়মিত গাঁজা বিক্রি করতো। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক রফিকুল ইসলাম মাদক কেনার কথা বলে তার বাড়িতে গিয়ে কৌশলে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা।
(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 966 - Today Page Visits: 3