গাঁজা রাখার অপরাধে মীর মুকুল (৪৫) নামের এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আজ দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম।
দণ্ডিত মীর মুকুল গাংনী ভিটাপাড়ার মীর মহসিন আলীর ছেলে।
জানা গেছে, মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে গাংনী সবজি বাজারের সামনে থেকে মীর মুকুলকে দুই পুরিয়া গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। এসময় গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। দণ্ডিত মীর মুকুলকে গাংনী থানার মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের পরিদর্শক আব্দুল মান্নান, উপ পরিদর্শক খাসরু আলম মামুন, সহকারি উপ পরিদর্শক রুহুল আমিন ও জিএম শহিদুল ইসলাম।
গাংনীতে গাঁজা রাখার অপরাধে মাদকসেবীর কারাদণ্ড
(Visited 14 times, 1 visits today)
Total Page Visits: 719 - Today Page Visits: 1