মেহেরপুর প্রতিনিধি।
খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি এর সাথে মেহেরপুর জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার বেলা ১১টার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য রাখেন সাবেক এমপি মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফয়সাল (হেডকোয়ার্টার), জেলা পরিষদের চেয়ারম্যান। আলহাজ্ব গোলাম রসুল, সাবেক প্রশাসক এ্যাড মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহমদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড, ইয়ারুল ইসলাম ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য প্রমুখ।
এসময় সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে আলোচনা করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনারের সাথে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
(Visited 10 times, 1 visits today)
Total Page Visits: 1057 - Today Page Visits: 2