মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে ইয়ূথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশের উদ্যোগে সবুজ আন্দোলনের সহযোগিতায় ২ হাজার ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে সদর উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই গাছের চারা বিতরণ করেন তারা।
গাছের চারা বিতরণী অনুষ্ঠানে ইয়ূথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ এর মেহেরপুর জেলা আহবায়ক এস এম মেহেরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সবুজ আন্দোলন বাংলাদেশ-এর পরিচালনা পরিষদের পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা।
সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জাবের শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক বাবুল আক্তার মিঠু, আব্দুস সালাম, সাইদুর রহমান,মতিউর রহমান প্রমুখ।
পরে সেখানে ১ হাজার মেহগনি, ২০০ পেয়ারা সহ মোট ২ হাজার বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
ইয়েস বাংলাদেশ-এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ
(Visited 7 times, 1 visits today)
Total Page Visits: 1044 - Today Page Visits: 1