সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও সাবেক মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে মিনিটের সময় তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলায় হাজিরার জন্য তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। মেহেরপুরের কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা একটি জিআর মামলায় তাকে আদালতে হাজির করা হবে। মামলা নম্বর জিআর ২৭৭/২৪। ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর মেহেরপুর জেলাতে এখন পর্যন্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
এর আগে গত বছরের ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব।টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নেন ফরহাদ হোসেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আজ মেহেরপুর আদালতে হাজির হবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন
(Visited 84 times, 1 visits today)
Total Page Visits: 271 - Today Page Visits: 1