মেহেরপুর প্রতিনিধিা: মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন, জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় দেশব্যাপী “জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” উপলক্ষে মেহেরপুর জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহে বিভিন্ন কর্মসূচির পালন করেছে মৎস্য অধিদপ্তর। কর্মসূচির অংশ হিসেবে রবিবার(২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সভাকরকে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সাইদুর রহমান ও গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম এর সভাপতি কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও ৭৫মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। অনুষ্ঠান শেষে সফল মৎস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সফল মৎস্য চাষি ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা জাকিরুল ইসলাম জাকিরের হাতে পুরস্কার তুলে দেন।
সফল মৎস্য চাষি জাকিরুল ইসলাম জাকির তার প্রতিক্রিয়ায় বলেন,রাজনীতির পাশাপাশি আমি কৃষি ও মাছচাষকে বেশি প্রাধান্য দিই। কারণ,কৃষি প্রধান দেশের আমি গর্বিত কৃষকের সন্তান। আমি মনে করি লেখাপড়া শিখে চাকরির খোঁজে সময় ব্যয় না করে, কৃষি ও মাছ চাষ করেও সফলকামী সম্ভব। তাছাড়াও যেকোন উদ্যোক্তা হয়ে নিজের এবং দেশের উন্নয়ন সম্ভব।