মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। রবিবার রাতে পৌর মেয়র শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি মন্দির, শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির, হালদারপাড়া ও মালোপাড়া মন্দির পরিদর্শন করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সকল সদস্যদের কে স্বাগত জানান ও পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর সৈয়দ আশরাফ বাপ্পি, আল মামুন, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমানুর রহমান সোহেল, সাইদুর রহমান উজ্জল, রোকনুজ্জামান মতি, মাহাবুব হাসান ডালিম, শেখ সারাফত, জেলা ছাত্রলীগ নেতা আব্বাস আলী শহর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন মেহেরপুর পৌর মেয়র রিটন।
(Visited 13 times, 1 visits today)