মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই ফেব্রুয়ারি) বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায়
উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও সইসিটি) রনি আলম নুর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা,পিপি আবু সালেহ মোঃ নাসিম,
জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, জেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা তাজউদ্দীন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা জামায়াতের সেক্রটারি ইকবাল হোসেন, জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আব্দু কাদের, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ।