softdeft

রিকশা চালিয়ে স্ত্রীকে করিয়েছেন এম এ পাস, অবশেষে চাকরি

রিকশা চালিয়ে স্ত্রীকে করিয়েছেন এম এ পাস, অবশেষে চাকরি

বগুড়ার গাবতলী বাগবাড়ি এলাকার রিকশা চালক ফেরদৌসের এমএ পাশ স্ত্রী সীমানুর খাতুন এখন শিক্ষক। সোমবার (১৫ জানুয়ারি) বগুড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েই যোগদান করেছেন। আরও পেয়েছেন ঋণ পরিশোধের অর্থ, বাড়ির টিন ও আউটসোর্সিং করার জন্য ল্যাপটপ।

তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে এম এ পাস করেছেন।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 481 - Today Page Visits: 2