দেশের চলমান পরিস্থিতিতে শৃঙ্খলিত আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে বেশ সরগরম হয়ে চলছে অবৈধ সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোলাচালান কাজ কারবার। প্রায় প্রতিদিনই নানান ছদ্মবেশে রাঙামাটির দূর্গম সীমান্ত এলাকায় পাশ^বর্তী দেশ ভারত থেকে শুল্কবিহীন অবৈধ সিগারেট, চা-পাতা, চিনি, দুধ পাউডার’সহ বিভিন্ন জিনিসপত্র জেলার জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলের হরিনা সীমান্ত দিয়ে চোরাচালানি সিন্ডিকেট চক্র প্রতিদিনই অবৈধ জিনিসপত্র ক্রয় বিক্রয় পরিচালনা করছে।
রাঙামাটিতে আনছে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট। সিন্ডিকেট চক্র নানান ছদ্মাবরনে রাঙামাটি থেকে এসকল ভারতীয় সিগারেট চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে সিন্ডিকেট চক্র।
মঙ্গলবার ভোরে অভিনব কায়দায় মাছের গাড়িতে করে শুল্কবিহীন বিদেশী সিগারেট রাঙামাটি থেকে চট্টগ্রামে পাচারের সময় মাছের ড্রাম বহণকারি মিনি ট্রাকের (চট্টমেট্রো-ন -১১২২৪৬) ভেতর থেকে প্রায় ৩৩ লক্ষ্য টাকা মূল্যের সিগারেট আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, যৌথ বাহিনীর সদস্য কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাছের ট্রাকটি আটকিয়ে তল্লাশী করলে ট্রাক হতে, ৩৭ কার্টুন ‘ওরিস’ ও ৪ কার্টুন ‘মন্ড’ ব্রান্ডের অবৈধ বিদেশী সিগারেট আটক করা হয়। আটককৃত অবৈধ সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩৩ লক্ষ টাকা। পরবর্তীতে আটককৃত অবৈধ সিগারেট সেক্টর সদর দপ্তর বিজিবি, রাঙামাটি এর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
এদিকে চলতি সপ্তাহের রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের সাওতাল পাহাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭২৫ কার্টুন মন্ড ব্রান্ডের বিদেশী সিগারেটসহ সালাউদ্দিন ওরফে এরশাদ নামের একজনকে আটক করেছে রাঙামাটি জেলা পুলিশের বিশেষ শাখা ডিবি পুলিশের সদস্যরা। রোববার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবির ওসি মুঠোফোনে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে, জব্দকৃত বিদেশী সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। এই ঘটনায় নিয়মিত মামলার কথা জানিয়েছে ডিবি পুলিশ কর্তৃপক্ষ।
অপরদিকে রাঙামাটির বরকল উপজেলাধীন ভারত সীমান্তবর্তী হরিনায় রাঙামাটি থেকে বাংলাদেশী রসুন ভারতে পাচারের চেষ্ঠাকালে ছোট হরিনা ব্যাটাঃ (১২ বিজিবি) এর বাজার ঘাট নামক স্থানে জিপি চেকপোস্টের সামনে নদীর মধ্য হতে নৌকা তল্লাশি করে প্রায় ৪শ কেজি বাংলাদেশী রসুন আটক করেছে বিজিবি। বিজিবির টহল কমান্ডার মোঃ মাহাবুবের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানের সময় মালিক বিহীন এই রসুনগুলো আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৮ হাজার টাকা।
এছাড়াও চলতি সপ্তাহের গত ২৮ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বরকলের সুবলংয়ের হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় তিন লাখ টাকা মূল্যের ১৫৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, সুবলং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মুহতাসিম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত অবৈধ ৬৯ টুকরো সেগুন কাঠ কাচালং বনশুল্ক ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে যাহার নাম্বার-৭।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি রাঙামাটি শহরে একাধিক চোরাচালানি সিন্ডিকেট চক্র অবস্থান করছে। শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপা, কলেজ গেইট এলাকায় বিভিন্ন কাচাঁমাল ব্যবসায়ির ছদ্মবেশে বাসা ভাড়া নিয়ে সিগারেট পাচার ব্যবসার সাথে জড়িত রয়েছে। এছাড়াও মাছের ব্যবসার আড়ালেও সিগারেটে ব্যবসা করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র।
রিজার্ভ বাজারের একজন প্রভাবশালী ব্যবসায়ি মাছের ব্যবসার আড়ালে সিগারেট ব্যবসা করছে গত প্রায় ৮ মাস ধরে, সুদের টাকার ব্যবসার সাথেও জড়িত উক্ত ব্যবসায়ি, জুড়াছড়ির পাহাড়ি চক্রের কাছে আন্তত চারকোটি টাকা লগ্নির মাধ্যমে এই অত্যন্ত কমমূল্যে অবৈধ সিগারেট সংগ্রহ করে রাঙামাটি হয়ে চট্টগ্রাম ও ঢাকায় পাচার করছে উক্ত ব্যবসায়ি।
সংশ্লিষ্ট্য আরেকটি সূত্র জানিয়েছে, কাঁচামাল ব্যবসার আড়ালে রাঙামাটিতে বাসা ভাড়া নিয়ে বাঘাইছড়ির জনৈক ব্যক্তি অবৈধ সিগারেট পাচারের ব্যবসা করছে। প্রায় প্রতিদিনই ফুলের ঝাড়–, মৌসুমী ফল, কাঁচামালের পাশাপাশি মাছের ট্রাকেও রাঙামাটি থেকে অবৈধ সিগারেট পাচার করছে চোরাচালানী সিন্ডিকেট চক্র।