মেহেরপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মেহেরপুরে নির্বাচনের হাওয়া বইছে।
আগামী ৭ই জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার এ তফসিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এগিয়ে আছেন জানালেন সাবেক এমপি জয়নাল আবেদীন। এসময় তিনিব বলেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন দলীয় নেতা কর্মীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে পারবে। যে কারণে আমি মেহেরপুর ১ আসনের সতন্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।মেহেরপুরের প্রতিটি নাগরিকের সম্মান আর মর্যাদা সমুন্নত রাখা, একটি সুশৃঙ্খল সমাজ গড়া এবং চলমান উন্নয়নের ধারা আরও এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে পথচলাই আমার ইচ্ছা। আমি মেহেরপুর -১ আসনের প্রতিটি ভোটারের দোয়া, সহযোগিতা, মূল্যবান ভোট ও পরামর্শ কামনা করছি।
এসময় বাগোয়ান ইউনিয়নের লিটন খান জানান, সাবেক এমপি জয়নাল আবেদীন এমপি থাকাকালীন অনেক উন্নয়ন করেছেন। আমাদের ইউনিয়ন তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমাদের ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন সবদিক থেকে এগিয়ে রয়েছেন।
মহাজনপুর ইউনিয়নের শেখ মিসকিন জানান, বিগত সময়ে জয়নাল আবেদীন এমপি থাকা কালীন সময়ে রাস্তাঘাট স্কুল কলেজ অনেক কিছুর উন্নয়ন করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়নাল আবেদন একজন যোগ্য প্রার্থী হিসেবে আমরা মনে করি। তিনি আমার ইউনিয়নের প্রচুর পরিমাণে ভোট পাবে।
কুলবাড়িয়া দিপু বিশ্বাস জানান, সাবেক এমপি জয়নাল আবেদীন এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছে এতে আমরা অনেক খুশি কারণ তার হাত ধরে এলাকার ব্যাপক উন্নয়ন ঘটেছে। আমরা স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনের সাথে রয়েছি।
সদর উপজেলা তুহিন বিশ্বাস ও শিপলু মিয়া জানান, মেহেরপুর জেলার সংবাদ একমাত্র নেতা হিসেবে জয়নাল আবেদীনকে আমরা দেখে আসছি এবং চিনে আসছে। জয়নাল আবেদীন এমপি থাকা কালীন সময়ে গরিব মেহনতি মানুষের অনেক সেবা করেছেন। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। সে হিসাবে আমরা মনে করি মেহেরপুর -১ আসনের জনগণ স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন কে বেছে নেবেন।
এবছরে জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর -১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে অধ্যাপক ফরহাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জাতীয় পার্টির আবদুল হামিদ সহ ৭ জন প্রার্থী নির্বাচনে তাদের প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন