softdeft

মেহেরপুর সওজ বিভাগ কার্যালয়ে দুদকের অভিযান

মেহেরপুর সওজ বিভাগ কার্যালয়ে দুদকের অভিযান

নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা মেরামতের নামে অর্থ লোপাট, রাস্তা নির্মাণ শুরুর পূর্বেই ঠিকাদারদের অতিরিক্ত অর্থ প্রদানসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২০ জুলাই), দুপুরের দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মাহিদুল ইসলাম, আতিকুর রহমান ও আবু তালহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) মিজানুর রহমান উপস্থিত থাকলেও মেহেরপুর সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামসহ অন্যান্য সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়াররা অনুপস্থিত ছিলেন।
দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল জানান, মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন কাজের নথিপত্র কর্তৃপক্ষকে দেওয়ার জন্য বলা হয়েছে।
নথিপত্র পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(Visited 31 times, 1 visits today)
Total Page Visits: 887 - Today Page Visits: 1