softdeft

মেহেরপুর ভৈরব নদীতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর ভৈরব নদীতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর শহরের শেখ পাড়া এলাকায় ভৈরব নদীর পানিতে ডুবে কালু (০৬) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের শেখ পাড়ার ভৈরব নদে ডুবে তার মৃত্যু হয়। মৃত কালু শহরের খাঁ পাড়ার মজিদের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।
জানা যায়, কালু তার মায়ের সাথে পার্শ্ববর্তী শেখ পাড়ায় একটি মৃত ব্যাক্তিকে দেখতে যায়। এ সময় তার মায়ের কাছ থেকে সরে ভৈরব নদের পাড়ে খেলা করছিল। এর মধ্যে কোন এক সময় সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 208 - Today Page Visits: 2