softdeft

মেহেরপুর বারাদি- আলমপুরে যুবদল ও কৃষক দলের মশাল মিছিল

মেহেরপুর বারাদি- আলমপুরে যুবদল ও কৃষক দলের মশাল মিছিল

মেহেরপুর প্রতিনিধি।।
তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি দলের ডাকা অষ্টম দফার ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে মেহেরপুর জেলা যুবদল । শনিবার রাত আটটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বারাদি এলাকায় মশাল মিছিলটি শুরু হয়ে কিছুদূর গিয়ে শেষ হয়। এসময় মিছিলটি নেতৃত্ব দেয় সদর থানা যুবদলের সভাপতি লিয়াকত আলী। এসময় যুবদল ও বিএনপি নেতা কর্মীরা মশাল মিছিলে অংশ নেয়।
অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে মেহেরপুর জেলা কৃষক দল। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে আলমপুর গ্রামে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। আলমপুর গ্রামে
মিছিলটি শুরু হয়ে কিছুদূর গিয়ে শেষ হয়। মিছিলটি নেতৃত্ব দেয় জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু সহ বিএনপি নেতা কর্মীরা মশাল মিছিলে অংশ নেয়।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 377 - Today Page Visits: 1