বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর পৌর বিএনপি।
শনিবার বিকেল ৪ টার দিকে পৌর বিএনপির আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
এছাড়াও এসময় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ মিরণ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মেহেরপুর পৌর যুবদলের সদস্য সচিব নওশেল আহমেদ রনি, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কে পথসভা ও লিফলেট বিতরণ করেন ।