softdeft

মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের উদ্বোধন

মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের উদ্বোধন

“ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড ঘোষপাড়ায় মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনে ঘোষপাড়ায় এ প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়।
গোলাম রাব্বির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষপাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।
এই টুর্নামেন্টে মোট ৪টি টিম অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং স্বাস্থ্যকর বিনোদন প্রদান করা। এ ধরনের উদ্যোগ বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে যুবকদের বিরত রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এই ধরনের টুর্নামেন্টে এলাকার বাসিন্দারা আনন্দ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

(Visited 9 times, 1 visits today)
Total Page Visits: 258 - Today Page Visits: 2