softdeft

মেহেরপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সংশোধতি বাজেট ঘোষণা

মেহেরপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সংশোধতি বাজেট ঘোষণা

 

মেহেরপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সংশোধতি ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর কালাচাঁদ হলরুমে এ বাজেট অনুমোদন দেয়া হয় ‌।
২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রায় ৪৮ কোটি ৪১ লক্ষ ৮৪ হাজার ৪৩০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
বক্তব্য রাখেন, মেহেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ, হিসাব রক্ষক আবুল বাশার আজাদ, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, টিএলসিসির সদস্য মফিজুর রহমান মফিজসহ সকল সদস্যরা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্বর বক্তব্যে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, মেহেরপুর পৌরসভার উন্নয়নে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে বিভিন্ন ওয়ার্ডে অনেকাংশে সংস্কার শেষ করেছি এবং পৌরসভার ৯ টি ওয়ার্ডে উন্নয়ন সংস্কার কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, মেহেরপুর পৌরসভার শিক্ষা ও স্বাস্থ্য এবং মাদকাসক্ত যেন ছেলে মেয়ে না হয় সেজন্য খেলাধুলার প্রতি বেশি গুরুত্ব দেয়া হয়েছে। সেই সাথে শহর পরিস্কার পরিচ্ছন্ন ও ডেঙ্গু মশক নিধনে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

(Visited 14 times, 1 visits today)
Total Page Visits: 1070 - Today Page Visits: 2