মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলায় সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে জেলা পুলিশ মেহেরপুরে সচেতনতামূলক কার্যক্রমসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ অব্যাহত বয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার এসএম মুরাদ আলির নিদের্শনায় শহরের হোটেল বাজার, কোর্টমোড় এলাকা, কলেজ মোড়সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রমসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। এ সময় পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকা এবং মাস্ক ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে মাস্ক ছাড়া অসচেতনভাবে রাস্তায় ঘোরাঘুরি করলে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় পুলিশ সদস্যরা।
এবিয়য়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন,ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে মেহেরপুর পুলিশ। তিনি আরও বলেন, শহরে সকল আবাসিক হোটেল মালিকদের করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট রাখা, হোটেলে অবস্থানকারীদের হাত ধোঁয়ার ব্যবস্থা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ হতে।
মেহেরপুর পুলিশের সচেতনতামূলক কার্যক্রমসহ মাঝে মাস্ক বিতরণ
(Visited 5 times, 1 visits today)
Total Page Visits: 138 - Today Page Visits: 1