softdeft

মেহেরপুর পুলিশের অভিযানে ভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মেহেরপুর পুলিশের অভিযানে ভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে সদর থানার অভিযানে চারজন ভ্যান চোরকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে ০২টি ব্যাটারিচালিত পাখি ভ্যানসহ একটি চোরাই ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ড নতুন পাড়ার মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪২) মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়ার আমিরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৬) সদর উপজেলার নূরপুর পশ্চিম পাড়ার চাঁদ আলীর ছেলে জামারুল আলী (৩৮) – সদর উপজেলার ডাকঘরপাড়ার জনির ছেলে শিশির (২৩)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানার মামলা নং-৩০, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড অনুসারে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে “অপারেশন ডেভিল হান্ট” চলমান থাকবে।

(Visited 126 times, 1 visits today)
Total Page Visits: 45 - Today Page Visits: 0