বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদের নেতৃত্বে একটি গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে বুড়িপোতা ইউনিয়নের উজলপুর গ্রামে এ গণসংযোগ কার্যক্রম শুরু করেন তারা।
পরে ফতেপুর, কামদেবপুর ও গোভীপুর গ্রামে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
নেতৃত্বস্থানীয়দের সাথে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন এবং জেলা বিএনপির নব নির্বাচিত যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদকে শুভেচ্ছা দেন।
এসময় ফয়েজ মোহাম্মদ বলেন, দীর্ঘ সময় পর মেহেরপুরের রাজনীতিতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিএনপির সেই নেতাকর্মীরা, যারা দীর্ঘ ১৭ বছর ধরে অবমূল্যায়িত থেকেছেন এবং নানা নির্যাতন সহ্য করেছেন, তাদেরকেই আগামী দিনে গুরুত্ব দিতে হবে।
দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাও সুনির্দিষ্ট যারা ১৭ বছর ধরে দলের পাশে ছিলেন, বুক ফুলিয়ে মিটিং-মিছিল করেছেন, এবং আওয়ামী লীগের নির্যাতন উপেক্ষা করে দলের জন্য কাজ করেছেন, তাদেরই যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের প্রতি এই ত্যাগ ও দায়িত্বশীলতার স্বীকৃতি দেওয়াই হবে আগামী দিনের কর্মপরিকল্পনার মূল লক্ষ্য।
এছাড়াও তিনি জনগণের মতামত শোনার পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম সজল, মোঃ হামিদুল ইসলাম রেমিমসহ ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।