আর নয় পলিথিন, শূন্যবর্জ্যে গড়বো সুদিন এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা ডেভেলপমেন্ট প্লানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ড, মুখার্জি পাড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেজদার সংগঠক ও জেলা ডেভেলপমেন্ট প্ল্যানের আহ্বায়ক সাব্বির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্লানের ট্রেনিং, ডকুমেন্টেশন ও প্ল্যানিং সেল-এর আহমেদ আখতারুজ্জামান, সহকারী প্লানার ট্রেনিং, ডকুমেন্টেশন ও প্ল্যানিং সেল-এর ইয়ারুন্নেসা খানম, প্লানার ট্রেনিং অ্যান্ড ডকুমেন্টেশন সেল-এর সাইফুর রহমান
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজদার সংগঠক নীয়াজী, জুহিন ও সংগঠনের রাহাত, বর্ষা, রাব্বি, রুমেল, বন্যা, তানভীর, মেঘনা, নাঈম, মিমসহ আরো অনেকে।
এই উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য পরিবেশবান্ধব নগর গঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পলিথিনমুক্ত ও বর্জ্যশূন্য নগর গড়তে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।