softdeft

মেহেরপুর জেলা ডেভেলপমেন্ট প্লানের উদ্বোধন

মেহেরপুর জেলা ডেভেলপমেন্ট প্লানের উদ্বোধন

আর নয় পলিথিন, শূন্যবর্জ্যে গড়বো সুদিন এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা ডেভেলপমেন্ট প্লানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ড, মুখার্জি পাড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেজদার সংগঠক ও জেলা ডেভেলপমেন্ট প্ল্যানের আহ্বায়ক সাব্বির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্লানের ট্রেনিং, ডকুমেন্টেশন ও প্ল্যানিং সেল-এর আহমেদ আখতারুজ্জামান, সহকারী প্লানার ট্রেনিং, ডকুমেন্টেশন ও প্ল্যানিং সেল-এর ইয়ারুন্নেসা খানম, প্লানার ট্রেনিং অ্যান্ড ডকুমেন্টেশন সেল-এর সাইফুর রহমান

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজদার সংগঠক নীয়াজী, জুহিন ও সংগঠনের রাহাত, বর্ষা, রাব্বি, রুমেল, বন্যা, তানভীর, মেঘনা, নাঈম, মিমসহ আরো অনেকে।

এই উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য পরিবেশবান্ধব নগর গঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পলিথিনমুক্ত ও বর্জ্যশূন্য নগর গড়তে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

(Visited 33 times, 1 visits today)
Total Page Visits: 142 - Today Page Visits: 1