softdeft

মেহেরপুর জেলা জাসাসের উদ্যোগে লিফলেট বিতরণ

মেহেরপুর জেলা জাসাসের উদ্যোগে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

রবিবার (২ই ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।

জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লার সঞ্চালনায় জেলা জাসাসের আহবায়ক মাহফুজুর রহমান অশেষের সভাপতিত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম সেলিম, মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি জুলফিকার খান হেলাল, মেহেরপুর পৌর জাসাসের সভাপতি তৌফিকুর রহমান রানা, মেহেরপুর পৌর জাসাসের সাধারণ সম্পাদক মোকিদুর রহমান, সদর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।

অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাইয়োদতুন নেসা নয়ন, মোশিউল আলম দ্বীপু, ফিরোজা আক্তার পপি, কৌশিক, স্পর্শ রাদ ,মিসিলাসহ জাসাসের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(Visited 21 times, 1 visits today)
Total Page Visits: 128 - Today Page Visits: 3