ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকরী পন্থা এই স্লোগানে মেহেরপুর ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মেহেরপুর নতুন বাস টার্মিনালের সামনে আশরায়ে মুবাশ্বারা মাদ্রাসার আই এবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইমরান ইবনে খাদেমের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পাদক মোহাম্মদ আশিকুল ইসলাম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক মোঃ খাদেমুল ইসলাম সাহেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতাকর্মীরা। বক্তারা ইনসাফ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষা ও নীতিতে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে দেশের উন্নয়নে শিক্ষার্থীদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করেন।
সম্মেলন শেষে নতুন সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি ইব্রাহিম খলিল আবির ও সাধারণ সম্পাদক ফাহাদ নির্বাচিত হয়।