softdeft

মেহেরপুর গাংনীর খাসমহল থেকে ১৬কেজি গাঁজাসহ একজন আটক

মেহেরপুর গাংনীর খাসমহল থেকে ১৬কেজি গাঁজাসহ একজন আটক

গাংনী প্রতিনিধি। মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামের গোরস্থান মাঠ থেকে নজরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধকে 16 কেজি গাঁজাসহ আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় একই গ্রামের দুই সহযোগী ছাকেমের ছেলে মিশকাত (৪০) ও কামালের ছেলে আশরাফুল ইসলাম (৪২) পালিয়ে যায়। শনিবার ভোর ৪ টার দিকে ঐ বৃদ্ধর কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় রংমহল ক্যাম্পের বিজিবি।

জানা গেছে, রংমহল বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সুবাদ কুমার পাল’র নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে খাসমহল মাঠের গোরস্থান এলাকা থেকে বৃদ্ধ নজরুল ইসলামকে আটক ও গাঁজা উদ্ধার করে। আজ শনিবার সকাল ১০ টার দিকে রংমহল বিজিপি ক্যাম্পের সদস্যরা গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আটক নজরুল ইসলাম ও উদ্ধারকৃত গাঁজা হস্তান্তর করেন।

(Visited 10 times, 1 visits today)
Total Page Visits: 1006 - Today Page Visits: 3