দীর্ঘ প্রায় ৪০ বছর চাকুরী জীবন শেষ করে পিআরএল এ যাওয়া সহকর্মীদের আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছেন অবসরে যাওয়া এসআই মোঃ দানিয়েল ইসলাম, এএসআই মোঃ আব্দুর রাজ্জাক, কনস্টেবল মোঃ ইসমাইল হোসেন এবং কনস্টেবল মোঃ সাফিউল ইসলামকে।
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে তাদেরকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। সুপার মোঃ রাফিউল আলম উপস্থিত থেকে পুলিশের চার সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে তাদেরকে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বিদায় পুলিশ সদস্যদের ফুল এবং উপহার সামগ্রী তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সারোয়ার সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।