softdeft

মেহেরপুরে ২৫ দিন পর চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আসামী গ্রেফতার

মেহেরপুরে ২৫ দিন পর চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আসামী গ্রেফতার

মেহেরপুর শহরের বড়বাজার রূপালী ব্যাংকের সামনে থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরির ঘটনায় গৃহীত তৎপরতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

গত ০৫ নভেম্বর ২০২৪ তারিখে মোটরসাইকেল চুরির ঘটনায় ৩০ নভেম্বর ২০২৪ তারিখে মেহেরপুর সদর থানায় মামলা নং-৪৮, ধারা ৩৭৯ পেনাল কোডে মামলা রুজু হয়। মামলার তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় মেহেরপুর সদর থানার এসআই উজ্জল হোসেন এবং এসআই অরুন কুমারের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকার বেলে মাট পাড়া থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানে আসামী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নুরুল মন্ডলের ছেলে উজ্জল মন্ডল @ রবিনের হেফাজত থাকা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে আসামীকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসা হয় পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(Visited 15 times, 1 visits today)