softdeft

মেহেরপুরে ১২৯ জন হজযাত্রীগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুরে ১২৯ জন হজযাত্রীগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি।।

সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় সম্মানীত হজযাত্রীগণের প্রশিক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। মেহেরপুর জেলার ১২৯ জন হজযাত্রীকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজযাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এ জেলার হজযাত্রীদের হজে যাওয়ার পূর্বে, ট্রাভেলকালে, সৌদি আরবে অবস্থানকালে এবং হজ শেষে ফেরার সময় যেকোন ধরনের সমস্যায় পতিত হলে তাঁকে ও উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ জানান। প্রশিক্ষণ চলাকালীন সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ঢাকা থেকে ফোন করে হজযাত্রীদের খোঁজ-খবর নেন, তাদের সুস্থতা কামনা করেন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম , অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেন প্রমুখ।

(Visited 2 times, 1 visits today)
Total Page Visits: 434 - Today Page Visits: 1