softdeft

মেহেরপুরে হোটেল আটলান্টিকা কান্ডে এক যুবক গ্রেফতার

মেহেরপুরে হোটেল আটলান্টিকা কান্ডে এক যুবক গ্রেফতার

 

মেহেরপুরে শহরের হোটেল আটলান্টিক কান্ডে নিহাল আল মুকিত (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ । রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর শহরের এশিয়া নেট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত নিহাল আল মুকিত মেহেরপুর শহরের বড়বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে এসআই আশরাফ সহ সঙ্গীও ফোর্স নিয়ে শহরের বড় বাজারে এশিয়া নেট মোড়ে অভিযান চালিয়ে নিহালকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে জানা গেছে মেহেরপুর শহরের আলোচিত আটলান্টিকা হোটেল কাণ্ডে তার একাধিক অশ্লীল ভিডিও পাওয়া এবং আলোচিত হোটেল আটলান্টিক কান্ডে তার সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। নিহালকে সোমবার (৯ জানুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(Visited 75 times, 1 visits today)
Total Page Visits: 599 - Today Page Visits: 1