softdeft

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরের চাঁদবিল ইমপ্যাক্ট ফাউন্ডেশন এর কাছে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা মানসিক প্রতিবন্ধী বলে অনেকে ধারণা করছেন।

জানাগেছে সন্ধ্যার পর পরই মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদ বিল ইমপ্যাক্ট ফাউন্ডেশন এর কাছে রাস্তার উপর ওই মহিলা লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই মহিলার লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার মরদেহ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

(Visited 4 times, 1 visits today)
Total Page Visits: 289 - Today Page Visits: 1