softdeft

মেহেরপুরে সাত বছর পর কবর থেকে লাশ উত্তোলন

মেহেরপুরে সাত বছর পর কবর থেকে লাশ উত্তোলন

মেহেরপুরে সম্পত্তির দ্বন্দ্বে সাত বছর পর কবর থেকে আল কবির নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার পূর্ব মালসহ কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়।

জানা গেছে,২০১৬ সালে বিদ্যুৎপৃষ্টে আল কবিরের মৃত্যু হয়। আল কবিরের লালিত পিতা আব্দুল লতিফ ও মা হাজেরা খাতুনের কাছে ছোট থেকে লালিত পালিত হয়ে বড় হয় এবং তাদের সম্পদের ভাগ পায়। কিন্তু তার মৃত্যুর পর তার জন্মদাতা পিতা খোকন আলী ও মা বিউটি খাতুন কবিরের সম্পদের ভাগ পাবে বলে তার চাচা আবুল কাশেমের সাথে বিরোধ সৃষ্টি হয়। ২০১৮ সালে আদালতে আব্দুল লতিফ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-৩/২০১৮। মেহেরপুর জেলা যুগ্ম জজ আদালতের বিচারক এহসান কবির হোসেনের নির্দিশে পিতা সনাক্তকরণের জন্য তার লাশ উত্তোলন করে পুলিশ।

এ সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ ও গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 1031 - Today Page Visits: 1