softdeft

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আইনজিবী নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আইনজিবী নিহত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রােমানা আক্তার ছবি (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত রােমানা আক্তার মেহেরপুর জেলা শহরের ক্যাশবপাড়ার খোকন ড্রাইভারের মেয়ে। রােমানা আক্তার একজন শিক্ষানবিশ আইনজীবী বলে জানা গেছে।

আজ বুধবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালের দিকে রােমানা আক্তার তার এক নিকটআত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে গাংনীর গাঁড়াডোব গ্রামে পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল রােমানা আক্তারকে
বহনকারি মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রােমানা আক্তার সড়কের পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয়। এদিকে রােমানা আক্তারকর বহনকারি মােটরসাইকেল চালক পড়ে গিয়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন। তবে তাৎক্ষনিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

(Visited 9 times, 1 visits today)
Total Page Visits: 304 - Today Page Visits: 3