মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা ব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে সদর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় ক ও খ গ্রæপে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার লাভ করেন। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফুয়াদ খান, সদর উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনারুল ইসলাম প্রমুখ।
(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 902 - Today Page Visits: 2