মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষার ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে গোভিপুর মাঠে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজীয়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলাম। পরে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিস, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টের বিজযীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়পর প্রধান শিক্ষক নাজমা আক্তার, জাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদি রুমি, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী, বর্ষীবাড়িয়া মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
(Visited 12 times, 1 visits today)
Total Page Visits: 354 - Today Page Visits: 1