softdeft

মেহেরপুরে শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির সেমিনার

মেহেরপুরে শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির সেমিনার

“সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ; গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জেলা শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ)১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিষদ অধিপত্য এর আয়োজনে সেমিনারে কুষ্টিয়া শিশু শ্রম পরিবিক্ষণ কমিটির উপমহাপরিদর্শক  মোঃ ফরহাদ ওহাবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম,  কুষ্টিয়া  কলকারখানা শ্রম পরিদর্শক শওকত আলী,  কুষ্টিয়া  কলকারখানা শ্রম পরিদর্শক মোঃ ইশতিয়াক, জেলা সমাজে কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক (অ:দা:) নাসিমা খাতুন , পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

সেমিনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক অংশগ্রহণ করে।
সেমিনারে বক্তারা শিশুশ্রম নিরসন, শিশু শ্রম আইন, শিশুদের যথাযথ বিকাশ নিয়ে আলোচনা করেন।

(Visited 11 times, 1 visits today)
Total Page Visits: 197 - Today Page Visits: 2