softdeft

মেহেরপুরে লিচু বাগান থেকে অটোচালকের মরাদেহ উদ্বার

মেহেরপুরে লিচু বাগান থেকে অটোচালকের মরাদেহ উদ্বার

 

মেহেরপুরে এক লিচু বাগানের ভিতর থেকে জামান হোসেন (৪২) নামের এক অটোচালকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। জামান হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে। প্রাথমিক ভাবে তার পকেটে থাকা শ্রমিক কার্ডে তার পরিচয় জানা যায়। এসময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের কয়েকটি সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ সেক্টেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে মেহেরপুর সদর উপজেলার ময়ামারী গ্রামের মাঠের একটি লিচু বাগান থেকে তার মরাদেহ উদ্ধার করে সদর থানা পুলিশের একটিদল । স্থানীয়রা জানান,ময়ামারী গ্রামের মাঠে জনৈক খাইরুল ইসলামের লিচু বাগানে একটি মরদেহ দেখতে পান কৃষকরা। পরে পুলিশকে খবর দিলে,পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোন আঘাতের আলামত দেখা মেলেনি। তবে ময়না তদন্তের পর বলা সম্ভব হবে তার কিভাবে মৃত্যু হয়েছে। এদিকে,মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল মরদেহটি উদ্ধার করার জন্য ঘটনাস্থলে রয়েছে

(Visited 32 times, 1 visits today)
Total Page Visits: 1015 - Today Page Visits: 1