দীর্ঘদিন ধরে মেহেরপুরসহ সারা দেশে বৃষ্টি নেই। তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।অতিরিক্ত তাপদাহে মেহেরপুর সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন দুরবিসহ হয়ে পড়েছে।
এই গরমে কিছুটা কষ্ট লাগবে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে রিক্সা চালক, ভ্যান চালক ও পথচারীদের মাঝে পানি, ক্যাপ ও গামছা বিতরণ করা হয়েছে।
মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, চলমান তীব্র তাপ প্রবাহে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ পড়েছে। তাই এই দুঃসময়ে সাধারণ শ্রমজীবী কর্মজীবী মানুষকে সামান্য সহযোগিতা ও সচেতন করতে আমার এই উদ্যোগ।
এ সময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আবদুল্লাহ মামুন, জাহাঙ্গীর আলম, বাপ্পি, সহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(Visited 3 times, 1 visits today)
Total Page Visits: 375 - Today Page Visits: 3