softdeft

মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ান সার্কেল চ্যাম্পিয়ন

মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ান সার্কেল চ্যাম্পিয়ন

মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন সার্কেল শিরোপা জিতে নিয়েছে। “ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টটি মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড ঘোষপাড়ায় অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে পৌরসভার ১ নং ওয়ার্ডের যুবসমাজের আয়োজনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

গোলাম রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষপাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম, জহিরুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন এবং সীমান্ত ব্যাংকের সিনিয়র অফিসার ও স্পোর্টসওয়ার সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক মীর রাব্বি রেনেস।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই টুর্নামেন্টের মাধ্যমে শুধু খেলাধুলার চর্চাই নয়, বরং সামাজিক বন্ধন ও উন্নত মানসিকতার বিকাশ সম্ভব।”

তারা আরও বলেন, “মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যারা এত সুন্দর আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেছেন। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন বারবার হবে এবং এটি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চ্যাম্পিয়ন সার্কেল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ১১১ রানের লক্ষ্য দেয়। জবাবে মেহগনি বাগান ওয়ারিয়র্স ১২ ওভারে ৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়, ৪ উইকেট হারিয়ে।

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন সার্কেলের লিখন। এই টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করে। এই আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে, এবং তারা এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

(Visited 11 times, 1 visits today)
Total Page Visits: 131 - Today Page Visits: 3