মেহেরপুর প্রতিনিধি: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি.. ভাষার জন্য রক্ত দেওয়ার সে ঋণ কোন দিন ভুলবার নয়। একুশের প্রথম প্রহরে সেই সকল ভাষাশহীদ প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ঢল নামে মেহেপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে।
রাত ১১টার পর থেকেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য পার্কে জড়ো হয় রাজনৈতিক, সংগঠনসহ বিভিণ্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মেহেরপুর জেলা তাঁতীলীগের আহবায়ক নুর ইসলাম সুবাদের নেতৃত্বে সদস্য সচিব, আরিফুল ইসলাম মানিক, সদস্য মালেকুল ইসলাম টিটু, আতিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা তাঁতীলীগের আহবায়ক খালেক শেখ, মোনাখালী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মোঃ সাহেব আলী, আমদাহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আহ্বায়ক সুমন আলী, তাঁতীলীগের কর্মী মিঠুসহ তাঁতীলীগের নেতাকর্মীরা পুষ্প অর্পন করে।
(Visited 11 times, 1 visits today)
Total Page Visits: 459 - Today Page Visits: 1