softdeft

মেহেরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন

মেহেরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন

মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষে আলোচনা সভা জয়িতাদের সংবর্ধনা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম হোসেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হীরা প্রমুখ।
এ সময় পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন মোছাম্মৎ সুবেহ সুলতানা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোসাম্মৎ শিরিনা খাতুন, সমাজ উন্নয়নের সাফল্য অর্জনকারী করেছেন যে নারী শারমিন পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা আনোয়ারা বেগম।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 346 - Today Page Visits: 1