softdeft

মেহেরপুরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

মেহেরপুরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

 

 

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল শিক্ষক শরিফুল ইসলাম(৫০) নিহত হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গাংনী কাথুলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহর ছেলে ও সদর উপজেলা শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ধর্মীয় শিক্ষক।

 

স্থানীয়রা জানান, গাংনী শহরের কাথুলী মোড় হয়ে কুতুবপুরে যাওয়ার সময় দ্রুতগামী বাস ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে খলিশাকুন্ডি নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারি পলাতক রয়েছে। তাদেরকে আটক করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

(Visited 165 times, 1 visits today)
Total Page Visits: 470 - Today Page Visits: 1