মেহেরপুর সদর উপজেলা উজ্জ্বলপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালের দিকে উপজেলার উজলপুর গ্রামে সুন্নত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয় । সুন্নত আলী উজলপুর গ্রামের বকুল মন্ডলের ছেলে ।
জানা গেছে, সোমবার সকালের দিকে সুন্নত আলী কৃষি কাজের উদ্দেশ্যে মাঠে যাই। এ সময় প্রচন্ড আকারে বৃষ্টি শুরু হলে তিনি মাঠে একটি কদম গাছের নিচে অবস্থান করেন। এই সময় বিকট শব্দে বজ্রপাত আঘাত আনলে সুন্নত আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন । তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে।
(Visited 72 times, 1 visits today)
Total Page Visits: 878 - Today Page Visits: 2