মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনুকা বেগমকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশের এসআই সোহরাব হোসেন জানান গোপন সুত্রে খবর পেয়ে এএসআই নাজমুল ও এটিএসআই জালালসহ ফাঁড়ি পুলিশের একটি দল নিয়ে মেহেরপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড পাড়ায় শাহারুল ইসলামের মুদি দোকানে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৪ বোতল ফেন্সিডিলসহ শাহারুল ও তার স্ত্রী রেনুকাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের পূর্বক তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।
(Visited 26 times, 1 visits today)
Total Page Visits: 1072 - Today Page Visits: 1