softdeft

মেহেরপুরে প্রতিবন্ধী বকুলকে হুইল চেয়ার উপহার দিলেন পৌর মেয়র রিটন

মেহেরপুরে প্রতিবন্ধী বকুলকে হুইল চেয়ার উপহার দিলেন পৌর মেয়র রিটন

মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বেড়পাড়ার বাসিন্দা প্রতিবন্ধী বকুল হোসেন কে হুইল চেয়ার উপহার দিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে মেয়র রিটন বকুলের স্ত্রীর হাতে হুইল চেয়ার তুলে দেন মেয়র। অসুস্থতাসহ কিছুদিন আগে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হন বকুল। পরে কাউন্সিলর বাপ্পির মাধ্যমে বিষটি মেয়রকে অবগত করলে বকুলকে একটি হুইল চেয়ার উপহার
হিসেবে প্রদান করেন মেয়র।
মেয়র রিটন বলেন, অসুস্থ বকুলের পাশে আমি দাঁড়াতে পেরেছি। এতে করে আমি অত্যন্ত আনন্দিত। এভাবে করে যতদিন বেঁচে থাকব মানুষের পাশে থেকে মানুষের সেবা করার প্রত্যাশা করি মহান রাব্বুল আলামিনের কাছে। এদিকে অসুস্থ স্বামীর
চলাফেরার জন্য হুইল চেয়ার পেয়ে খুশি বকুলের পরিবার। এসময় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ বাপ্পি, যুবলীগ নেতা সাইদুর রহমান উজ্জল, আমানুর রহমান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

(Visited 6 times, 1 visits today)
Total Page Visits: 581 - Today Page Visits: 1