মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনসিডিল সহ জাহিদ হাসান (৪০) নামের একজন কে আটক করা হয়েছে।বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক জাহিদ হাসান কাজীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল জানান,বুধবার দিবাগত রাত ১০ টার দিকে কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ফাঁড়ির এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।এ সময় তার নিকট থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনকারী একটি পিকাপ জব্দ করা হয়।তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
(Visited 24 times, 1 visits today)
Total Page Visits: 487 - Today Page Visits: 0