“খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ ” এই প্রতিপাদ্যে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ই ফেব্রুয়ারি) সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য অফিস আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ।
জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার আরিফ হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, সাংবাদিক রফিকুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক তামিম ইকবাল প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন- দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন প্রয়োজন খাদ্যের গুণগতমান নিরাপদ খাদ্য নিশ্চিত করা।
নিরাপদ খাদ্যের জন্যে উৎপাদন ও বিক্রেতা পর্যায়ে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে খাবারের নমুনা পরীক্ষা, বাজার মনিটরিং, প্রশিক্ষণ প্রদান, ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।