মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ ওয়াসিম ওরফে মাগরিব নামের এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী৷
বুধবার (৫ মার্চ) মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মাগরিব ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মেজর ফারহান জানান, আমি ও ক্যাপ্টেন রিফাত এর নেতৃত্ব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগরিব নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে গাঁজা পাওয়া যায়। সেটি ওজন করে দুই কেজি পরিমাণ হয়। আটক ওয়াসিম ওরফে মাগরিবের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে।
(Visited 450 times, 1 visits today)
Total Page Visits: 74 - Today Page Visits: 0