softdeft

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে আহত

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে আহত

মেহেরপুর শহরের হরিসভার মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে জখম করেছে কয়েকজন যুবক। আহত কিশোর শাহিন হোসেন (১৬) দিঘির পাড়ার আজগর আলীর ছেলে। এবিষয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন আহত শাহীনের বড় ভাই সেলিম হোসেন।
আহত কিশোর শাহীন জানান, গতকাল শুক্রবার রাতে শহরের মহিলা কলেজ রোডে হরিসভা মেলায় গেলে কয়েক জন যুবকের সাথে তুচ্ছ বিয়ষ নিয়ে কথাকাটাকাটি হলে বেশ কয়েকজন মিলে আমার উপর হামলা করে আমাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থা আমাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আমার মাথায় ৪ টি সেলায় হয়েছে।
পরে আহতর বড় ভাই সেলিম হোসেন বাদী মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন৷
সদর থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয় টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(Visited 59 times, 1 visits today)
Total Page Visits: 53 - Today Page Visits: 0