softdeft

মেহেরপুরে তারুণ্যের উৎসব উদ্ভাবনী উপলক্ষে শীর্ষক সেমিনার

মেহেরপুরে তারুণ্যের উৎসব উদ্ভাবনী উপলক্ষে শীর্ষক সেমিনার

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে উদ্ভাবনী ও টেকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ই ফেব্রুয়ারি সকাল ১১টায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে মেহেরপুরের কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্ব তুলে ধরেন এবং উদ্ভাবনী ও টেকসই প্রযুক্তির প্রসারে ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাদের অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বিশেষভাবে সজিনা ও নীম গাছের উপকারিতা তুলে ধরে প্রত্যেককে নিজ বাড়িতে তিনটি গাছের চারা রোপণের অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সুরমান আলী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) সিনিয়র সাইন্টিফিক অফিসার মাশরাফি বিন মোবারক।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BCSIR-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মৌসোনা ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান আরা,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাজবীর আহমেদসহ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তায় উজ্জীবিত করার পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

(Visited 12 times, 1 visits today)
Total Page Visits: 129 - Today Page Visits: 1